চেন্নাই সুপার কিংসকে ২৪ রানে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ফাইনালে। ফাইনালে কলকাতা মুখমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের।
Saturday, May 31, 2014
Monday, May 19, 2014
ফায়ারফক্স নিয়ে মজিলা বাংলাদেশের আয়োজন
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ মে ২০১৪, সোমবার, ৯:১০
১৯ মে ২০১৪, সোমবার, ৯:১০
‘সুরতি থাকবে আপনার গোপনীয়তা, উন্মুক্ত থাকবে ওয়েব, কথা দিলাম’ সেøাগানে
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ ‘ফায়ারফক্স ২৯’-এর
কমিউনিটি লঞ্চিং। মজিলা বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি মিরপুরের ‘হাব ঢাকা’য়
এ আয়োজনে নতুন ফায়ারফক্সের নতুন অভিজ্ঞতা পেয়েছেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে কমিউনিটির সদস্য, শুভাকাক্সীসহ ফায়ারফক্সের ব্যবহারকারীরা
উপস্থিত থেকে নতুন ফায়ারফক্সের বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধাগুলো নিয়ে আলোচনা
করেন। অনুষ্ঠানে অতিথিদের মজিলার মিশন, মজিলার বিভিন্ন প্রডাক্ট এবং
কিভাবে মজিলার সাথে সম্পৃক্ত হওয়া যায় সে বিষয়ে অবহিত করা হয়। মজিলা
বাংলাদেশের কমিউনিট লিড মাহে আলম খান বলেন, বর্তমানে বিশ্বের ইন্টারনেট
ব্যবহারকারী বৃহৎ জনগোষ্ঠী কিভাবে ওয়েব ব্যবহার করেন ও করতে চান, আমরা সেটি
নিয়ে বিস্তর চিন্তা ও গবেষণা করেছি। গবেষণালব্ধ ফলের প্রতিফলন ঘটিয়ে
ফায়ারফক্সের নতুন ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে নতুন মেনু কাস্টমাইজ মোড ও
ফায়ারফক্স অ্যাকাউন্টস চালিত উন্নততর ফায়ারফক্স সিংক সুবিধা এবং সর্বোপরি
মার্জিত ও মজাদার রূপসজ্জা। পৃথিবীব্যাপী ওয়েবকে উন্মুক্ত রেখে, উদ্ভাবনী
গবেষণার মাধ্যমে নিত্যনতুন সুযোগ-সুবিধা উন্নয়নের করে চলেছে। আজ থেকে ১০
বছর আগে যখন ফায়ারফক্স প্রথম প্রকাশ করা হয়েছিল, তখন থেকে ধীরে ধীরে এটি
পৃথিবীব্যাপী অর্ধেক বিলিয়ন ব্যবহারকারীর একটি বিশ্বস্ত ব্রাউজারে পরিণত
হয়েছে। সবচেয়ে বেশি কাস্টমাইজেবল সুবিধা নিয়ে উন্মুুক্ত হয়েছে মজিলা
ফায়ারফক্স ২৯ সংস্করণ। সহজ ও ব্যবহার উপযোগী করতে যুক্ত হয়েছে নতুন ট্যাব
ডিজাইন ও নতুন কাস্টমাইজেশন সুবিধা। এ ছাড়া নতুন করে
www.mozilla.org/en-US/firefox/all সাইট থেকে ডাউনলোড করা যাবে।
Saturday, May 17, 2014
SSC RESULT
মোবাইল ফোনে ফলাফল পেতে
SSC Result by Mobile SMS:
Go to your Message Option on mobile and Type SSC<space>1st 3 latter of your board name<space> Roll No<space> 2014. Now send it to 16222
Example SMS: SSC DHA 7638464 2014 send it to 16222
SSC Result by Mobile SMS:
Go to your Message Option on mobile and Type SSC<space>1st 3 latter of your board name<space> Roll No<space> 2014. Now send it to 16222
Example SMS: SSC DHA 7638464 2014 send it to 16222
Thursday, May 15, 2014
জেলা প্রশাসকের মোহনপুরে আগমন
মোহনপুরে জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন আহমেদ উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভবন করেন।
এস,এস,সি রেজাল্ট-১৪ইং
আগামী ১৭ মে ১৪ইং এস,এস.সি রেজাল্ট প্রকাশিত হবে। এটি রাজশাহী বোর্ডের ওয়েব সাইটে পাওয়া যাবে।
"উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা"
আজ থেকে মোহনপুর উপজেলা চত্তরে "উপজেলা ডিজিটাল উদ্ভাবনী-১৪ইং" মেলা শুরু হয়েছে। উক্ত মেলার উদ্ভবন করেন জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। মেলাটি চলবে ১৫-১৭ মে-১৪ ইং তারিখ পর্যন্ত। মেলাটি সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
Subscribe to:
Posts (Atom)