Monday, May 19, 2014

ফায়ারফক্স নিয়ে মজিলা বাংলাদেশের আয়োজন


তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ মে ২০১৪, সোমবার, ৯:১০
‘সুরতি থাকবে আপনার গোপনীয়তা, উন্মুক্ত থাকবে ওয়েব, কথা দিলাম’ সেøাগানে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ ‘ফায়ারফক্স ২৯’-এর কমিউনিটি লঞ্চিং। মজিলা বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি মিরপুরের ‘হাব ঢাকা’য় এ আয়োজনে নতুন ফায়ারফক্সের নতুন অভিজ্ঞতা পেয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে কমিউনিটির সদস্য, শুভাকাক্সীসহ ফায়ারফক্সের ব্যবহারকারীরা উপস্থিত থেকে নতুন ফায়ারফক্সের বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অতিথিদের মজিলার মিশন, মজিলার বিভিন্ন প্রডাক্ট এবং কিভাবে মজিলার সাথে সম্পৃক্ত হওয়া যায় সে বিষয়ে অবহিত করা হয়। মজিলা বাংলাদেশের কমিউনিট লিড মাহে আলম খান বলেন, বর্তমানে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী বৃহৎ জনগোষ্ঠী কিভাবে ওয়েব ব্যবহার করেন ও করতে চান, আমরা সেটি নিয়ে বিস্তর চিন্তা ও গবেষণা করেছি। গবেষণালব্ধ ফলের প্রতিফলন ঘটিয়ে ফায়ারফক্সের নতুন ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে নতুন মেনু কাস্টমাইজ মোড ও ফায়ারফক্স অ্যাকাউন্টস চালিত উন্নততর ফায়ারফক্স সিংক সুবিধা এবং সর্বোপরি মার্জিত ও মজাদার রূপসজ্জা। পৃথিবীব্যাপী ওয়েবকে উন্মুক্ত রেখে, উদ্ভাবনী গবেষণার মাধ্যমে নিত্যনতুন সুযোগ-সুবিধা উন্নয়নের করে চলেছে। আজ থেকে ১০ বছর আগে যখন ফায়ারফক্স প্রথম প্রকাশ করা হয়েছিল, তখন থেকে ধীরে ধীরে এটি পৃথিবীব্যাপী অর্ধেক বিলিয়ন ব্যবহারকারীর একটি বিশ্বস্ত ব্রাউজারে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি কাস্টমাইজেবল সুবিধা নিয়ে উন্মুুক্ত হয়েছে মজিলা ফায়ারফক্স ২৯ সংস্করণ। সহজ ও ব্যবহার উপযোগী করতে যুক্ত হয়েছে নতুন ট্যাব ডিজাইন ও নতুন কাস্টমাইজেশন সুবিধা। এ ছাড়া নতুন করে www.mozilla.org/en-US/firefox/all  সাইট থেকে ডাউনলোড করা যাবে। 

No comments: