Sunday, October 26, 2014

বাগধারা

1. হোমরা চোমরা -গণ্যমান্য ব্যক্তি
2. হাতুড়ে বদ্যি-আনাড়ি চিকিৎসক
3. হিতে বিপরীত -উল্টো ফল
4. হরিলুট -অপচয়
5. হাড় হদ্দ -নাড়ি নক্ষত্র/সব তথ্য
6. হস্তীমূর্খ -বুদ্ধিতে স্থূল
7. হালে পানি পাওয়া -সুবিধা করা
8. হাড়ে দুর্বা গজানো -অত্যন্ত অলস হওয়া
9. হাড় হাভাতে -মন্দভাগ্য
10. হরি ঘোষের গোয়াল -বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ

No comments: