Monday, October 27, 2014

জেনে রাখুন

১। 'সূর্য কন্যা' বলা হয় কোন সমুদ্র সৈকতকে? উঃ কুয়াকাটাকে।
২। 'পৃথিবীর ফুসফুস' বলা হয় কাকে? উঃ আমাজনকে।
৩। 'কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে? উঃ আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে।
৪। পাহাড়ী কন্যা বলা হয় কোন জেলাকে? উঃ বান্দরবনকে।
৫। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? উঃ পঞ্চগড়কে।
৬। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে? উঃ কক্সবাজার।
৭। কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উঃ বাঁশ জাতীয় গাছ
৮। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বন আছে? উঃ চট্টগ্রামে।
৯। সবচেয়ে পাহাড় পর্বত আছে কোন দেশে? উঃ নেপাল।
১০। পৃথিবীর কোন নদীর পানি সবচেয়ে বেশি স্বচ্ছ? উঃ লবক নদী।

No comments: