Wednesday, October 29, 2014

সেশনজট মুক্ত করতে ক্র্যাশ প্রোগ্রাম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেছেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী থেকে শুরু করে পরবর্তী সেশনের শিক্ষার্থীদের আর কোনো সেশনজটে পড়তে হবে না। ইতিমধ্যে যাঁরা সেশনজটের মধ্যে আছেন, তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষক্র্যাশ প্রোগ্রামগ্রহণ করেছে।
আজ বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও সক্রিয় কর্ম-উপযোগী করার লক্ষ্যে এক আলোচনা সভায় ভিসি এসব কথা বলেন।
সহ-উপাচার্য (একাডেমিক) মুনাজ আহমেদ, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন
সভায় উপাচার্য বলেন, চলতি বছর থেকে ডাক বিভাগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে উত্তরপত্রসহ পরীক্ষার সামগ্রী কেন্দ্র থেকে গ্রহণ, পরীক্ষকদের কাছে বিতরণ এবং মূল্যায়ন শেষে নম্বরপত্র গ্রহণ করা হবে। এর ফলে ডাক যোগাযোগমাধ্যম-নির্ভর দীর্ঘসূত্রতার অবসান ঘটবে এবং ন্যূনতম সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। ছাড়া দ্রুত ফল প্রকাশে শুধু স্নাতকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের বেলায় দ্বিতীয় তৃতীয় পরীক্ষক বাদ দিয়ে শুধু প্রধান পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে


No comments: