Friday, October 24, 2014

দৈনন্দিন বিজ্ঞান

১৷ মানুষ যে খনিজ পদার্থ বেশী খায়?
=ক্যালসিয়াম
২৷স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়?
=ক্যারেট দিয়ে
৩৷ কাগজে ঘষলে দাগ কাটে? =লেড
৪৷ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়?
=অ্যালুমিনিয়াম
৫৷ একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী?
=গ্রাফাইট
৬৷ ছুরি দ্বারা সহজে কাটা যায়?
=সোডিয়াম
৭৷ সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জ্বলে ওঠে?
=সোডিয়াম
৮৷ আতশবাজি ফটোগ্রাফির ফ্লাশ পাওডার তৈরীতে ব্যবহৃত হয়?
=ম্যাগনেসিয়াম
৯৷ সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয়?
=ম্যাগনেসিয়াম
১০৷ নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবানপাথরগুল?
=অ্যালুমিনিয়ামে যৌগ
১১৷ পানি পরিশোধনে ব্যবহৃত হয়?
=ফিটকিরি
১২৷ ল্যাবরেটরিতে শুস্ককারক নিরুপক
হিসাবে ব্যবহৃত হয়?
=কুইক লাইম
১৩৷ উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী হয়?
=ডুরালুমিন (অ্যালুমিনিয়াম)দিয়ে।
১৪৷ চাঁদের নাম অনুসারে মৌলের নাম?
=সেলিনিয়াম
১৫৷ হ্যালোজেন অর্থ?
=সামুদ্রিক লবন উৎপাদক
১৬৷ ডিনামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান?
=নাইট্রোক্লিয়াফিল

No comments: