Saturday, October 25, 2014

জসীম উদ্দীনের কাব্য, নাটক এবং উপন্যাস সহজে মনে রাখার উপায়ঃ

নাটকঃ
পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মেয়ে

উপন্যাস:
বোবা কাহিনী

কাব্যঃ
হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল
হলুদ বরনী, জলে লেখন
হাসু, নকশী কাথার মাঠ
ডালিম কুমার, কাফনের মিছিল
সখিনা, সোজন বাদিয়ার ঘাঁট
সূচয়নী, রাখালীর মা
ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি
এক পয়সার বাশি, মা যে জননী কাদে
ধানক্ষেত
বালুচর
মাটির কান্না

No comments: