চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়ছে।
পরিবর্তিত তারিখ অনুযায়ী, পূর্বনির্ধারিত আগামীকাল বৃহস্পতিবারের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ‘জি’ ইউনিটের পরীক্ষাটি হবে পরশু শুক্রবার। এ ছাড়া আইন অনুষদের অধীনে ‘ই’ ইউনিটের পরীক্ষা ৪ নভেম্বর এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি-২ থেকে বি-৭ ইউনিটের পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষা যথাক্রমে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষার তারিখ পরিবর্তন হলেও পরীক্ষার সময় ও কেন্দ্র অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এদিকে আজ সকালে বিজ্ঞান অনুষদের অধীনে এ-১ ইউনিট ও বিকেলে এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘এফ’ ইউনিটের পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
No comments:
Post a Comment