রাজশাহী বিশ্বদ্যিালয়ের
২০১৪-১৫
শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘এইচ’
ইউনিটের (প্রকৌশল
অনুষদ) ভর্তি
পরীক্ষার ফল
প্রকাশিত হয়েছে।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল জানিয়েছেন, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও প্রকৌশল অনুষদের নোটিশবোর্ডে এ ফল প্রকাশ করা হয়েছে।
ডিন আরো জানান, এবার এইচ ইউনিটে উত্তীর্ণ হয়েছে মোট ২ হাজার ৫০০ জন। এদের মধ্যে ১ হাজার ৫০০জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এ অনুষদে মোট ২৬৯ আসন রয়েছে।
ডিন জানান, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী ১২ নভেম্বর বেজোড় এবং আগামী ১৩ নভেম্বর জোড় নম্বরধারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ছবি সংবলিত এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ওইদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নেয়া হবে।
ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সাক্ষাৎকারের স্থান : বেজোড় (১০০২১-১৩১৯৭) ও জোড় ( ১০০০৪-১৩১১০) ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। বেজোড় (১৩২০৫-১৬৮৯৯) ও জোড় (১৩১২০-১৬১৫৮) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে। বেজোড় (১৬৯৪৫-২০২৫৩) ও জোড় (১৬১৬৬-১৯৭৬৬) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। বেজোড় (২০২৫৭-২৪২৭৩) ও জোড় (১৯৭৯০-২৪৩৯৮) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং বিজোড় (২৪২৮৩-২৭৮৬১) ও জোড় (২৪৪১৮-২৮০০৬) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।
Read more at http://www.kalerkantho.com/online/national/2014/10/23/142768#T5xzeg6BuCfP4Apf.99
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল জানিয়েছেন, বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও প্রকৌশল অনুষদের নোটিশবোর্ডে এ ফল প্রকাশ করা হয়েছে।
ডিন আরো জানান, এবার এইচ ইউনিটে উত্তীর্ণ হয়েছে মোট ২ হাজার ৫০০ জন। এদের মধ্যে ১ হাজার ৫০০জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এ অনুষদে মোট ২৬৯ আসন রয়েছে।
ডিন জানান, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী ১২ নভেম্বর বেজোড় এবং আগামী ১৩ নভেম্বর জোড় নম্বরধারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ছবি সংবলিত এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ওইদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নেয়া হবে।
ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সাক্ষাৎকারের স্থান : বেজোড় (১০০২১-১৩১৯৭) ও জোড় ( ১০০০৪-১৩১১০) ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। বেজোড় (১৩২০৫-১৬৮৯৯) ও জোড় (১৩১২০-১৬১৫৮) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে। বেজোড় (১৬৯৪৫-২০২৫৩) ও জোড় (১৬১৬৬-১৯৭৬৬) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। বেজোড় (২০২৫৭-২৪২৭৩) ও জোড় (১৯৭৯০-২৪৩৯৮) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং বিজোড় (২৪২৮৩-২৭৮৬১) ও জোড় (২৪৪১৮-২৮০০৬) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।
Read more at http://www.kalerkantho.com/online/national/2014/10/23/142768#T5xzeg6BuCfP4Apf.99
No comments:
Post a Comment