Friday, October 24, 2014

এবার থেকে আপনার বিপদের দারুন বন্ধু হতে যাচ্ছে ফেসবুক !

হঠাত্‍‌ বিপত্তি। ভূমিকম্প, সুনামি বা ঘূর্ণিঝড়ে আটকে গিয়েছেন। নিজেদের বিপদের কথা আত্মীয়-বন্ধুদের কাছে কী ভাবে পৌঁছে দেবেন? শীঘ্রই সেই সমস্যার সমাধান করে দেবে ফেসবুক ভুল হয়ে গেল ফেসবুকের 'সেফটি চেক' যার সাহায্যে, একটি স্পর্শেই নিজের বিপত্তির কথা জানানো যাবে বন্ধুদের।

কী ভাবে কাজ করে এই ফিচার? কোনো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আটকে পড়েছেন আপনি। সে সময় এই টুলটি সক্রিয় থাকলে, সেই আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে, প্রশ্ন করবে, 'আপনি কি নিরাপদে রয়েছেন?'

ফেসবুক কী ভাবে বুঝবে.........

http://www.somoyerkonthosor.com/news/131114

No comments: