Thursday, October 30, 2014

সংবিধানে সংখ্যা তথ্য+সংবিধানে দিন:


>> সংবিধানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি ৪টি।
১১>. বাংলাদেশের সংবিধানের ভাগ ১১।
১৬> পর্যন্ত মোট ১৬ বার সংশোধন হয়েছে।
১৫৩>বাংলাদেশ সংবিদানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
,৪৮, ৫৬> তিনটি অনুচ্ছেদ সংশোধনের জন্য গণ্যভোটের প্রয়োজন হয়
দিন> রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন এবং তা ফেরত আনার ৭দিনের মধ্যে পাস করতে হবে।
১৫দিন> রাষ্ট্রপতির নিকট কোন বিল উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে পাস করতে হবে।
৩০দিন সাধারণ নির্বাচনের পর ৩০দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হবে।
৬০দিন> সংসদের এক অধিবেশনের সমাপ্তি পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক ৬০ দিনের মধ্যে হতে হবে।
৯০ কার্যদিবস> কোনো সংসদ স্পিকারের অনুমতি ব্যতীত ৯০কার্যদিবসের অধিক সংসদের বাইরে থাকতে পারবে না এবং কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হয়

No comments: