হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd-এ পাওয়া যাচ্ছে। এ ছাড়া মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরীক্ষার্থীদের আসন বিন্যাস জানিয়ে দেওয়া হবে বলে আজ শনিবার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান।
ভর্তি পরীক্ষার সময়সূচি
আগামী ২ নভেম্বর, রোববার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনে বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩ নভেম্বর, সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ওই দিন বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ১০০০০১ থেকে ১০৬০০০ পর্যন্ত রোল নম্বরের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬০০১ থেকে ১১২২৯৯ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর, বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে বেলা ১:৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রোল নং ২০৬০০১ থেকে ২১২১০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছেন। এবার প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
No comments:
Post a Comment