Saturday, October 25, 2014

বাংলাদেশ & আন্তর্জাতিক

প্রশ্ন: কোন রঙেরফুলে সুবাস বেশি?
উত্তর: সাদা রঙেরফুলে
প্রশ্ন: পঞ্চইন্দ্রিয়েরপ্রাণী কোনটি?
উত্তর: মানুষ।
প্রশ্ন: পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি?
উত্তর: মুখ, চোখ, কান,নাক ত্বক।
প্রশ্ন: মানদেহে মোটকয়টি হাড় আছে?
উত্তর: ২০৬টি।
প্রশ্ন: মানুষেরমেরুদন্ডে মোট কগুলো হাড় আছে?
উত্তর: ৩৩টি।
প্রশ্ন: মানুষেরশরীরের স্বাবিকতাপমাত্রা কত?
উত্তর: ৯৮.˚ডিগ্রি ফারেনহাইট।
প্রশ্ন: শরীরেরতাপমাত্রা মাপারযন্ত্রের নাম কি?
উত্তর: থার্মোমিটার।
প্রশ্ন: মানুষেরশরীরে পানির পরিমাণকত?
উত্তর: শতকরা ৭০ভাগ।
প্রশ্ন: মানুষেরশরীরে কতগুলো ছিদ্রআছে?
উত্তর: প্রায় দুইলাখের বেশি।
প্রশ্ন:মানবদেহে হৃৎপিন্ডেরকাজ কি?
উত্তর: BloodCirculation

No comments: