Wednesday, October 29, 2014

National University, Bangladesh


২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্তপ্রফেসর . হারুন-অর- রশিদ।

২৯/১০/২০১৪ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের সভা কক্ষে আঞ্চলিক কেন্দ্রসমূহকে আরো সক্রিয় কর্ম-উপযোগী করার লক্ষ্য এক সভায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর . হারুন-অর-রশিদ বলেন, “চলতি বছর থেকে ডাক বিভাগের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে উত্তরপত্রসহ পরীক্ষা সামগ্রী কেন্দ্রসমূহ থেকে গ্রহণ, পরীক্ষকদের নিকট বিতরণ এবং মূল্যায়ণ শেষে নম্বরপত্র গ্রহণ ইত্যাদি সংঘঠিত হবে। এর ফলে ডাক যোগাযোগ মাধ্যম নির্ভর দীর্ঘসূত্রীতার অবসান ঘটবে ন্যূনতম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের থেকে শুরু করে পরবর্তী সেশনের শিক্ষার্থীদেরকে আর কোন সেশনজটে পড়তে হবে না। ইতোমধ্যে যারা সেশনজটের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করেছে।

সভায় উপস্থিত ছিলেন প্রফেসর . মুনাজ আহমেদ নূর, প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক), প্রফেসর মোঃ নোমান উর রশীদ, ট্রেজারার, মোলস্না মাহফুজ আল-হোসেন (রেজিস্ট্রার), অনুপম মুহম্মদ জাহিদ শরাফী, পরিচালক (পঃউঃ), বদরুজ্জামান (পরীক্ষা নিয়ন্ত্রক), মোঃ মুমিনুল ইসলাম, পরিচালক (তথ্য প্রযুক্তি দপ্তর), মোঃ আবু হানিফ, পরিচালক (প্রকৌশল পরিবহন) মুঃ আখতারুজ্জামান, পরিচালক (চলতি দায়িত্ব) আঞ্চলিক কেন্দ্র পরিচালন দপ্তর।



স্বা:-
(মোঃ ফয়জুল করিম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ, তথ্য পরামর্শ দফতর
জাতীয় বিশ্ববিদ্যালয়
মোবাইলঃ ০১৭১১-৫৬২১২৪

No comments: