Saturday, October 25, 2014

রাজধানী Dhaka

1. ঢাকার প্রথম ইংরেজি নাম কি?
উঃ Dacca

2. ঢাকা বাংলার প্রথম রাজধানী করা হয় কবে?
উঃ ১৬১০ সালে।

3. কে ঢাকাকে প্রথম বাংলার রাজধানীতে রূপান্তর করেন?
উঃ সুবাদার ইসলাম খান চিশতী

4. ঢাকার পূর্ব নাম কি?
উঃ জাহাঙ্গীরনগর

5. ঢাকার প্রথম মসজিদ কোনটি?
উঃ বিনতি বিবির মসজিদ।

6. ঢাকা মহানগরে প্রথম বিদ্যুৎ বাতি জ্বালানো হয় কবে?
উঃ ডিসেম্বর, ১৯০১

7. বিশ্বের বৃহত্তম -দ্বীপ কোনটি?
উঃ বাংলাদেশ।

8. বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ ভোলা।

9. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উঃ মহেশখালী

10. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উঃ মেঘনা (৩৩০ কিমি)

No comments: