Wednesday, October 22, 2014

বাংলাদেশে বৃহত্তম:


বাংলাদেশের বৃহত্তম বাঁধ=কাপ্তাই বাঁধ।
বাংলাদেশের বৃহত্তম বিল=চলন বিল।
বাংলাদেশের বৃহত্তম চিনির কল= কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।
বাংলাদেশের বৃহত্তম পাটকল=আদমজী জুট মিল (নারায়নগঞ্জ)।
বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন=কমলাপুর (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম রেল জংশন=ঈশ্বরদী রেলওয়ে জংশন।
বাংলাদেশের বৃহত্তম মসজিদ= বায়তুল মোকাররম জাতীয় মসজিদ (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম বিমান... বন্দর=শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি=সুন্দরবন
বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার=সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম উদ্যান= সোহরাওয়ার্দী উদ্যান (ঢাকা)।
বাংলাদেশের বৃহত্তম পার্ক=রমনা পার্ক।
আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা=বাঘাইছড়ি (১৯৮১ ব. কিমি)।
জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা=বেগমগঞ্জ, নোয়াখালী।
বাংলাদেশের ক্ষুদ্রতম থানা= সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ ব. কিমি)।
বাংলাদেশের বৃহত্তম জেলা=রাঙ্গামাটি (৬১১৬ ব. কিমি)।
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা= নারায়নগঞ্জ (৭০০ ব. কিমি)।
বাংলাদেশের বৃহত্তম বিভাগ= চট্টগ্রাম (৩৩,৭৭১ ব. কিমি)।
বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ=সিলেট (১২,৫৯৬ ব. কিমি)
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ=ভোলা (৩৮৬ ব. কিমি)।
বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়=ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের বৃহত্তম কাগজের কল=কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)
বাংলাদেশের বৃহত্তম সার কারখানা=শাহজালাল সার কারখানা (ফেঞ্চুগঞ্জ)।
বাংলাদেশের বৃহত্তম জাদুঘর=ঢাকা জাতীয় জাদুঘর।
বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা=মিরপুর চিড়িয়াখানা, ঢাকা।

No comments: